Header Ads

Header ADS

Bangladesh Biman Bahini Jadughor

Bangladesh Biman Bahini Jadughor


সারি সারি দাঁড়িয়ে আছে বিমান। যেন যাত্রীর অপেক্ষায়, উঠে বসলেই পাখা মেলবে আকাশে। এটি আসলে একটি জাদুঘর। বিমানবন্দর বা রানওয়ে ভেবেও ভুল হয়ে যেতে পারে কারো সারি সারি বিমান সাজিয়েও যে একটি জাদুঘর তৈরি করা যায়, তা স্বচোক্ষে দেখতে হলে চলে যেতে হবে রাজধানীর আগারগাঁওয়ে। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবজ্জ্বল ইতিহাসের সাক্ষী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বিমান জাদুঘর।


Sobai kintu ai biman bahini jadughore asta paren. Akhane shesuder jonno valo akta ghorar jaiga. Anara sobai sho poribare akhane asta paren. Most popular video see this.
৩০ টাকার টিকেটের বিনিময়ে ভেতরের হেলিকাপ্টার বা বিমানে উঠা যায়।২০ টাকা মূল্যের টিকেট সংগ্রহ করে জাদুঘরে প্রবেশ করা যায়। বিমান বাহিনী জাদুঘর সোম থেকে বৃহস্পতিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্র থেকে শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

No comments

Powered by Blogger.