Header Ads

Header ADS

***হে জয়সাগর***


***হে জয়সাগর***


হে সাগর তোমায় পরে মোর মনে 
সদা তোমার কথা ভাবি মন প্রাণ দিয়ে ।
কোথাও গেলে মনে হয় প্রাণটা বুঝি নাই 
সহসায় তোমার কাছে যেতে মনটা আমার চায় ।
তোমার তরে গেলে আমার জুরাই এ প্রাণ 
একদিন না দেখিলে সব হয় অবসান 
হে সাগর তোমায় দিয়েছি আমার প্রাণ ।
না ভূলি তোমায় যেন জনম জন্মান্তরে 
রেখ মোরে সুখে শান্তিতে তোমার মায়া ময় পাড়ে ।
সাগরের ঢেউয়ের শব্দ বাতাসের শনশনে 
কল্পলোকের সুমধুর সুর শুনায় যেন কানে ।
আর কি দেখা হবে যত দিন রবে 
ইচ্ছে হয় অনন্তকাল থাকি  তোমার পাশে ।
তোমায় দেখিতে যত লোক জন আসিবে 
সবার মনে তুমি স্মৃতি হয়ে থাকিবে ।।


সংক্ষিপ্ত জীবনী তথ্য:
নাম: মো: সুলতান মাহমুদ
পিতা: মো: সমের আলী
মাতা: মোছা: রমেনা খাতুন
স্থায়ী ঠিকানা: নিমগাছী
বর্তমান ঠিকানা: নিমগাছী
উপজেলা: রায়গঞ্জ
জেলা: সিরাজগঞ্জ
মোবাইল: ০১৭৭১১৮০৩১১

1 comment:

Powered by Blogger.