**বাংলাদেশের স্বপ্নদ্রোস্টা**
**বাংলাদেশের স্বপ্নদ্রোস্টা**
হে দুরদৃস্টির স্বপ্ন দ্রোষ্টা শেখ মুজিব
বাংগালীদের নিয়ে একেছ বাংলা ভাষার সীমানা প্রাচীর ।
নাম দিলে বাংলাদেশ ভাষা যার বাংলা ।
এতে তুমি সয়েছ অনেক ভরত্সনা যাতনা ও হামালা ।
তাতেও তোমার দূঃখ নেই, নেই কোন শংকা ।
সব কিছু ভুলে গেলে, বাজল যখন বিজয়ের ডংকা ।
তুমি বীর বেশে দেশে ফিরলে ।
বিজয় কেতন উড়িয়ে ।
তোমারই নির্দেশে সরকার গঠন হয়েছিল ।
তোমার সভাসদদের নিয়ে ।
যুদ্ধ বিদ্ধস্ত রাষ্ট্র পূণর্গঠনে ।
প্রথমেই দৃষ্টি রাখলে শিক্ষাঙ্গানে ।
সাইত্রিশ হাজার প্রাথমিক বিদ্যালয় ।
স্বীকৃতি পেল সরকারের দায় ।
এমনি করে একের পর এক ধ্বংসাবশেষ ।
পুর্ণগঠনের তালিকায় এলো সবিশেষ ।
দেশের জনগণ পেতে লাগল যখন ।
স্বাধীনতা লাভের স্বাদ ।
স্বাধীনতার বিরোধী শক্তি তখন ।
সাধিল বিরাট বাধ ।
হে মুজিব বলতে চাই যদি না হয় ভূল ।
ম্যাকাইভার কিংবা হিটলারের জ্ঞানে ছিলে অপ্রতুল ।
তাই ১৫ আগষ্ট স্বপরিবারে জীবন দিয়ে ।
রেখে গেলে স্মৃতি ।
আশীষ তোমার হোক তব স্মৃতি নিয়ে ।
চলতে পারি মোরা নিরবধি ।
অংশগ্রহনকারীর সংক্ষিপ্ত জীবনী তথ্য বিবরণ :
নাম: মো: জহির উদ্দিন
পিতা: মো: সোহরাব আলী
মাতা: মোছা: জহুরা বেগম
জন্ম: ১৫-১২-১৯৬৯ ইং
পেশা: শিক্ষাকতা
স্থায়ী ঠিকানা: বিষমডাঙ্গা
পোষ্ট: নিমগাছি
বর্তমান ঠিকানা: গ্রাম+পোষ্ট: নিমগাছি
উপজেলা: রায়গঞ্জ
জেলা: সিরাজগঞ্জ
মোবাইল নং ০১৭১২৪০১৬৯৫
No comments