গনদৃষ্টিকে আশির্বাদ
**গনদৃষ্টিকে আশির্বাদ**
গনদৃষ্টির সৃষ্টি হোক উত্তম ।
প্রকাশনার ক্ষেত্রে যদি ও আসে অধম ।
অবহেলায় তারে কভু দুরে সরে না রাখে ।
প্রকাশের যোগ্য তার কাছে যা থাকে ।
সত্য বলতে হয় নাকো পিছ পা ।
হোক তা-দুরন্ত অসংকোচের প্রকাশ যা ।
স্থবির কে করবে গতিশীল ।
ভাষা হবে ত্রুটিহীন পরিশীল ।
অন্যায়কে করবে নিরুত্সাহিত ,
ন্যায়ের পাল্লায় সায় ।
ভাবুকের ভূমিকায় হয়ে আহরিত ,
ভাববে এটা তার দায় ।
না রয় যেন ক্ষীন কায় ।
স্রষ্টার কাছে মাগি তাই ।
সহসায় পুর্ণতা পাক ,
প্রাত্যহিক কাগজে ।
আলোড়ন সৃষ্টি করুক ,
দেশ বাসির মগজে ।
আশীর্বাদ রলো গনদৃষ্টির সকাসে ।
অন্তরায় না রয় যেন তার বিকাশে ।
অংশগ্রহনকারীর সংক্ষিপ্ত জীবনী তথ্য বিবরণ :
নাম: মো: জহির উদ্দিন
পিতা: মো: সোহরাব আলী
মাতা: মোছা: জহুরা বেগম
জন্ম: ১৫-১২-১৯৬৯ ইং
স্থায়ী ঠিকানা: বিষমডাঙ্গা
পোষ্ট: নিমগাছি
বর্তমান ঠিকানা: গ্রাম+পোষ্ট: নিমগাছি
উপজেলা: রায়গঞ্জ
জেলা: সিরাজগঞ্জ
মোবাইল নং ০১৭১২৪০১৬৯৫
beutiful
ReplyDelete