খুকীর বিয়ে
(ছোটদের নিয়ে লেখা)খুকীর বিয়ে
-----------------
দাদা: ছোট্ট খুকী দেখতে ছবি -
হাসি বরণ মুখ ।
বিয়ের কথা শুনতে পেয়ে-
অমনি হলো চুপ ।
খুকী : ও মা বড় দাদা সে আস্ত গাধা -
বলে কি তুমি শুনবে ?
দুর দেশের এক রাজ পুত্তের সাথে-
আমায় বিয়ে দিবে ।
মা : ঠিক বলেছে ভূলতো নয় -
অমন এক ছেলের সাথেইতো -
বিয়ে দিব তোমায় । পঙ্খিরাজ ঘোড়া দিব,
অষ্ট মূলকের রত্ন দিব-
আরো দিব পালকি ।জামাই মেয়ে একই সাথে -
শ্বশুর বাড়ি চলবি ।
হেঃ হেঃ হেঃ বাঃ রাগ করেছ !
তাই কি তোকে বিয়ে দিব ? তুই যে মোর চোক্ষের মণি,কলজার টুকরা-
রাখব সদা অন্চলে । সাধ্য কার মোর কাছ থেকে -
নিবে তোরে ছিনিয়ে ।
(যা খেলা কর )
অংশগ্রহনকারীর সংক্ষিপ্ত জীবনী তথ্য বিবরণ :
নাম: মো: জহির উদ্দিন
পিতা: মো: সোহরাব আলী
মাতা: মোছা: জহুরা বেগম
জন্ম: ১৫-১২-১৯৬৯ ইং
স্থায়ী ঠিকানা: বিষমডাঙ্গা
পোষ্ট: নিমগাছি
বর্তমান ঠিকানা: গ্রাম+পোষ্ট: নিমগাছি
উপজেলা: রায়গঞ্জ
জেলা: সিরাজগঞ্জ
মোবাইল নং ০১৭১২৪০১৬৯৫
নাম: মো: জহির উদ্দিন
পিতা: মো: সোহরাব আলী
মাতা: মোছা: জহুরা বেগম
জন্ম: ১৫-১২-১৯৬৯ ইং
স্থায়ী ঠিকানা: বিষমডাঙ্গা
পোষ্ট: নিমগাছি
বর্তমান ঠিকানা: গ্রাম+পোষ্ট: নিমগাছি
উপজেলা: রায়গঞ্জ
জেলা: সিরাজগঞ্জ
মোবাইল নং ০১৭১২৪০১৬৯৫
No comments