রাজনীতি
রাজনীতি
এই কি দেশের রাজনীতি
করে শুধু দূর্নীতি
আগে ছিল পেটনীতি ||
পেটনীতি ছিল ভাল
দুর্নীতির কারনে সুখ চলে গেল
অসভ্যতার কারনে দুঃখ আবার এলো ||
রাজনীতি তাদের একটা দল
তারা দেখায় গায়ের বল
অন্যকে ভয় দেখিয়ে গদি করে দখল ||
অন্যায় না করে ভাল দেশ গড়ি
ভালো হয়ে দূর্নীতি কে ঘৃনা করি
একমাত্র সমজতায় ভাল দেশ গড়তে পারি।।
সংক্ষিপ্ত জীবনী তথ্য:
নাম: মো: সুলতান মাহমুদ
পিতা: মো: সমের আলী
মাতা: মোছা: রমেনা খাতুন
স্থায়ী ঠিকানা: নিমগাছী
বর্তমান ঠিকানা: নিমগাছী
উপজেলা: রায়গঞ্জ
জেলা: সিরাজগঞ্জ
No comments