Header Ads

Header ADS

বৈশাখী আমন্ত্রণ

বৈশাখী আমন্ত্রণ

জয়সাগরের পুর্ব পারে
বৈশাখী মেলা হয়,
সেই বৈশাখী মেলা দেখতে
কত মানুষ যায় |
তিন দিন ব্যাপি মেলা হয়
আসে কত জন,
দুঃখ কষ্ট ভুলে গিয়ে
নতুনকে করো বরণ |
বৈশাখীর শাড়ি পরে
কত মেয়ে আসে,
নাগর দোলায় চরে সবায়
কত মজা করে |
দিনের বেলা ঘুরে বেড়ায়
রাতে বাউল গান,
পান্তা ভাতে ইলিশ মাছ
খাওয়ার আমন্ত্রণ।।


সংক্ষিপ্ত জীবনী তথ্য:
নাম: মো: সুলতান মাহমুদ
পিতা: মো: সমের আলী
মাতা: মোছা: রমেনা খাতুন
স্থায়ী ঠিকানা: নিমগাছী
বর্তমান ঠিকানা: নিমগাছী
উপজেলা: রায়গঞ্জ
জেলা: সিরাজগঞ্জ

No comments

Powered by Blogger.