Header Ads

Header ADS

সুন্দরী মেয়ে বৈশাখী মেলায়

সুন্দরী মেয়ে বৈশাখী মেলায়

সুন্দরী এক মেয়ে দেখলাম বৈশাখী মেলায় গিয়ে
রসিক ছেলে যাওয়ার সময় ডাকে বারে বারে
রসিক ছেলে যাওয়ার পথে রসের গান ধরে
কথা শোন মেয়ে ডাকে ও রসিক ছেলে |
একটু সময় দাড়িয়ে কথা শোনে এসে
গাছের নিচে বসলাম দুজন কইলো কথা হেসে
কথা শেষে রসিক ছেলে মুচকি হেসে বলে
আদর দিলে সোহাগ দিলে কেমনে যাব ভুলে |
অনেক সময় কাটিয়ে দিলাম এখন তবে যায়
সময় নিয়ে আসবো আবার তোমায় যদি পায়
মেয়ে বলে এসো আবার এখন চলে যায়
তোমায় পেলে আমার মনের দূঃখ ভুলে যায় |
কিছু দিন পর দেখা হলো দুজনের সাথে
ঠিক করিলো দেখা হবে প্রতি প্রভাতে
মেয়ে বলে লাগেনা ভাল এখন কি করি
আমায় যদি ভলে যাও গলায় দিব দরি |
রসিক ছেলে কথা শুনে অবাক হয়ে যায়
আমার মনে জাগে শুধু তোমায় হারানোর ভয়
এমন কথা বলো না তুমি বুকে লাগে ঢর
তোমায় ছেড়ে যাব না আমি মনে রাখ ভর |
''চির দিন আমি যে তোমার হয়ে থাকবো
ভালবাসার দোলনায় দুজন একসাথে দুলবো"

         
   
          সংক্ষিপ্ত জীবনী তথ্য:
নাম: মো: সুলতান মাহমুদ
পিতা: মো: সমের আলী
মাতা: মোছা: রমেনা খাতুন
স্থায়ী ঠিকানা: নিমগাছী
বর্তমান ঠিকানা: নিমগাছী
উপজেলা: রায়গঞ্জ
জেলা: সিরাজগঞ্জ

No comments

Powered by Blogger.